শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চাপা পড়ে শিরিন আক্তার নামে এক কিশোরী মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম।
১১ মার্চ বুধবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া এলাকায় (শ্রীপুর-বরমী আঞ্চলিক সড়কে) বুলির বাড়ীর সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিরিন আক্তার (১৮) উপজেলার বরমী ইউনিয়নের বরমী মধ্যপাড়া গ্রামের তপু মিয়ার স্ত্রী।
স্থানীয়দের বরাত দিয়ে শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মুঞ্জরুল হক জানান, বুধবার সকালে ওই রাস্তার পাশ দিয়ে হেটে যাচ্ছিলেন শিরিন আক্তার। একপর্যায়ে মধ্যপাড়া বুলির বাড়ীর সামনে রাস্তা পার হওয়ার সময় একটি বেপরোয়া গতির অটোরিকশা তাকে চাপা দেয়। এতে চাকার নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি লিয়াকত আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল হতে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এদিকে,কিশোরীর মৃত্যুর ঘটনা অবগত হয়ে গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার পিপিএম বার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন। এসময় নিহতের পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন তিনি। পরে পুলিশ সুপারের কাছে উল্লেখিত সড়ক গুলোতে অটোরিকশা চালানো নিয়ন্ত্রণ ও এগুলোর উৎপাদনের কারখানা গুলো বন্ধের জোর দাবী জানান স্থানীয়রা। #
অটোরিকশা চাপায় কিশোরীর মৃত্যু
ঘটনাস্থলে গাজীপুরের পুলিশ সুপার!