জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

অর্থনীতি চাঙা করতে আরও ১ ট্রিলিয়ন ডলার খরচ করতে চায় যুক্তরাষ্ট্র

উন্নয়ন ডেস্ক –

মহামারী করোনাভাইরাসে সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যুর ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্র। স্বাভাবিকভাবেই করোনার ধাক্কা লেগেছে দেশের অর্থনীতিতেও। ধাপে ধাপে অর্থনীতিকে চাঙা করে তুলতে একাধিক পরিকল্পনা নিয়েছে যুক্তরাষ্ট্র। এবার অর্থনীতিকে চাঙা করতে আরও ১ ট্রিলিয়ন ডলার খরচের প্রস্তাব দিয়েছে ক্ষমতাসীন রিপাবলিকানরা।

নতুন পরিকল্পনায় স্কুলগুলোতে ১০০ বিলিয়ন ডলার খরচের বিষয়টি রাখা হয়েছে। এছাড়া স্টিমুলাস পেম্যান্ট হিসেবে অধিকাংশ আমেরিকান ১২০০ ডলার পর্যন্ত অর্থ পাবেন। যদিও ডেমোক্রটরা এ অর্থকে ‘যথেষ্ট’ নয় বলে ঘোষণা দিয়েছে।

করোনার কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে পুনরুজ্জীবিত করতে এরইমধ্যে ২.৪ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ খরচ করেছে যুক্তরাষ্ট্র। ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবারগুলোতে সাহায্য করতে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করা হয়েছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে দিয়ে বলেছেন, এর চেয়ে বেশি অর্থ আগামী দিনগুলোতে ব্যয় করতে হতে পারে।
সূত্র: বিবিসি

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit