উন্নয়ন ডেস্ক –
মোটরসাইকেলে করে ঈদ যাত্রা যেমন বেড়েছে, তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দুর্ঘটনাও। গতকাল শুক্রবারও জেলা ও উপজেলা প্রতিনিধিদের পাঠানো ১১টি সড়ক দুর্ঘটনার আটটিই মোটরসাইকেলসংশ্লিষ্ট। গতকাল সড়কে প্রাণ গেছে ১৩ জনের, যার মধ্যে মোটরসাইকেলসংশ্লিষ্ট দুর্ঘটনায় নিহত হয়েছে ১০ জন।
এ নিয়ে গত পাঁচ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে মোট ৮৭ জন।
এর মধ্যে মোটরসাইকেলে আরোহী হয়ে কিংবা মোটরসাইকেল চাপা পড়ে মারা গেছে ৪৩ জন, যা মোট দুর্ঘটনার প্রায় ৫০ শতাংশ।
যাত্রী কল্যাণ সমিতির দেওয়া তথ্যে দেখা যায়, গত বছর ঈদুল ফিতরের আগে-পরে ১৪ দিনে ৩১৮টি দুর্ঘটনায় ৩২৩ জন মারা গেছে। এর মধ্যে ১৪৪টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৩৯ জন নিহত হয়। এটা মোট দুর্ঘটনার ৪৫.২৮ শতাংশ। আর মোট মৃত্যুর ৪৩.০৩ শতাংশ হয়েছিল মোটরসাইকেল দুর্ঘটনায়।
আর কালের কণ্ঠের হিসাবে এ বছর পাঁচ দিনে সড়কে মোট মৃত্যুর ৪৯.৪ শতাংশ মোটরসাইকেল দুর্ঘটনায়, যা গত বছরের ১৪ দিনের তুলনায় ৬.৩ শতাংশ বেশি।
কুষ্টিয়ায় গতকাল মোটরসাইকেল দুর্ঘটনায় মা-ছেলে নিহত হয়েছেন। তাঁরা হলেন সদর উপজেলার বটতৈল ইউনিয়নের কবুরহাট গ্রামের অঞ্জনা খাতুন ও তাঁর ছেলে ইফতিয়াজ।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে কলেজছাত্র ইফতিয়াজ তাঁর মা ও তাঁর ছোট ভাইকে নিয়ে কবুরহাট থেকে মোটরসাইকেলে করে শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় বটতৈল মোড়ে পৌঁছালে একটি ট্রাক তাঁদের চাপা দেয়। পরে ইফতিয়াজ ও তাঁর মা অঞ্জনাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাঁদের মৃত্যু হয়।
এ ছাড়া ভোলার লালমোহন উপজেলার আলম বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুল জলিল সর্দার (৭৫) নামের এক বৃদ্ধ মারা যান। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের নলবোনাজোলা সেতুর কাছে আঞ্চলিক সড়কে একটি অটোচার্জার ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নিহত হন আব্দুর রশিদ (৭০) নামের আরেক বৃদ্ধ। তিনি ইউনিয়নের রাধানগর বাবলাবোনা গ্রামের লুত্ফল হকের ছেলে।
চুয়াডাঙ্গা সদর উপজেলার বড়শলুয়া গ্রামে খেজুরগাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলচালক রাজু হোসেন (২৩) নামের এক যুবক এবং জয়পুরহাটের পাঁচবিবিতে মোটরসাইকেল, ট্রাক ও ব্যাটারিচালিত ইজি বাইকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কোরবান আলী নিহত হন।
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্ত্রীকে নিয়ে শ্বশুরবাড়ি যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় বাসচাপায় পলাশ হোসেন (৩৫) নামের এক মোটরসাইকেল আরোহী মারা যান। দিনাজপুরের পার্বতীপুরের জাকেরগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে জাকেরগঞ্জ গ্রামের মনির উদ্দিনের ছেলে নুরুল ইসলাম (৬০) এবং নীলফামারীর সৈয়দপুর বাঁশবাড়ী মিস্ত্রিপাড়ার নাছিম উদ্দিনের ছেলে সাকিব সানির (১৮) নিহত হন।
বগুড়ার শাজাহানপুরের ফুলদীঘিতে কোমল পানীয়ের কারখানার সামনে ঢাকা-বগুড়া মহাসড়কে ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী মো. বাপ্পী (২৮) মারা যান। তিনি ফুলতলা এলাকার আব্দুল মজিদের ছেলে।
অন্যান্য দুর্ঘটনায় গতকাল চাঁপাইনবাবগঞ্জ সদরে আমনুরা বালিকাপাড়া মোড়ে চাঁপাইনবাবগঞ্জ-আমনুরা সড়ক পার হওয়ার সময় অটোরিকশার ধাক্কায় সামিয়া সাফি (৫) নামের এক শিশু নিহত হয়। সে রাজশাহীর পুঠিয়া উপজেলার তাহেরপুর দাশুপাড়া গ্রামের মো. রাইহানের মেয়ে। কুমিল্লার চৌদ্দগ্রামে চিওড়া রাস্তার মাথা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তাহমিনা আক্তার (৬) নামের আরেক শিশু মারা যায়। সে উপজেলার ডিমাতলী গ্রামের ফুল মিয়ার মেয়ে। এ ছাড়া জামালপুরের দিগপাইত এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নেওয়াজ আহমেদ নামের একজনের মৃত্যু হয়। তিনি জেলার ইসলামপুর বাজারের জাহাঙ্গীর আলমের ছেলে।