আঁখি আলমগীরের ‘তোমার কারণে’

বিনোদন প্রতিবেদক:

বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে অনুরূপ আইচের কথায় ‘তোমারি কারণে’ শিরোনামের একটি গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী আঁখি আলমগীর।

গানটির সুর করেছেন ফাজবির তাজ ও সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত।

রোববার (১৬ ফেব্রুয়ারি) রাতে গানটির প্রকাশ উপলক্ষে রাজধানীর গুলশানে এক জাঁকালো অনুষ্ঠানের আয়োজন করে প্রযোজনা প্রতিষ্ঠান এসএস মাল্টিমিডিয়া হাউজ।

অনুষ্ঠানে ‘তোমার কারণে’ এসএস মিউজিক ক্লাব ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। #