উন্নয়ন ডেস্ক –
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর এলাকার দেবগ্রামের সাবেক কৃষি ব্যাংক কর্মকর্তা মো. ইকবাল আহমেদ খানের বাড়িতে ফুটেছে মে ফ্লাওয়ার। যে ফুলের অন্য নাম ব্লাড লিলি ও ফুটবল লিলি।
চারদিন আগে ফোটা এই ফুলের আয়ুষ্কাল এক সপ্তাহ। সাধারণত মে মাসে ফোটে বলে ফুলটিকে ‘মে ফ্লাওয়ার’ বলা হয়। ফুল ধরার কিছুদিন পর এর গাছ মাটিতে মিশে যায়।
বাড়ির মালিক কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার মো. ইকবাল আহমেদ বলেন, তার বাড়িতে দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির ফুল গাছ রয়েছে। প্রায় ৩০ বছর ধরে তিনি বাড়ির পাশাপাশি বিভিন্নস্থানে গাছ লাগান।