আবুধাবিতে পালিয়েছেন স্পেনের সাবেক রাজা কার্লোস!

আন্তর্জাতিক ডেস্ক –

দুর্নীতির অভিযোগের তদন্ত শুরু হওয়ার পর দেশ ছেড়ে পালানো সাবেক স্প্যানিশ রাজা হুয়ান কার্লোস সংযুক্ত আরব আমিরাতে গেছেন। আবুধাবির অ্যামিরেটস প্যালেস হোটেলে অবস্থান করছেন তিনি। শুক্রবার স্পেনের দৈনিক সংবাদপত্র এবিসি নিউজের প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

এবিসির প্রতিবেদনে বলা হয়, সোমবার সকালে প্যারিস থেকে আবুধাবিগামী একটি ব্যক্তিগত বিমান স্পেনের ভিগো শহরে অবতরণ করে। সেখান থেকে হুয়ান কার্লোস, চার নিরাপত্তারক্ষী ও আরেক ব্যক্তিকে বিমানে তুলে নেওয়া হয়। আবুধাবির আল বাতিন বিমানবন্দরে পৌঁছার পর কার্লোস ও তার সঙ্গীদের একটি হেলিকপ্টারে করে হোটেল অ্যামিরেটস প্যালেসে নিয়ে যাওয়া হয়।

স্পেনের রাজপ্রাসাদের মুখপাত্র দাবি করেছেন, কার্লোস কোথায় আছেন তা তার জানা নেই। তার আইনজীবীর কাছ থেকেও এ ব্যাপারে জানতে চেয়ে সাড়া পাওয়া যায়নি। স্পেন সরকারও এ ব্যাপারে কিছু বলছে না।