জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

আরও বাড়বে স্বর্ণের দাম, রূপার মূল্য দ্বিগুণ

উন্নয়ন ডেস্ক –

আন্তর্জাতিক বাজারে লাগামহীনভাবে বেড়েই চলেছে স্বর্ণের দাম। আজ সোমবার প্রতি আউন্স স্বর্ণের দাম ১৯০৬ মার্কিন ডলার। বিশেষজ্ঞরা মনে করছেন, প্রতি আউন্স স্বর্ণের মূল্য এ বছরের শেষের দিকে ২ হাজার ছাড়িয়ে যাবে।

বর্তমানে প্রতি আউন্স রূপার মূল্য ২৩.২৭ মার্কিন ডলার। চলতি বছরের মার্চের তুলনায় বর্তমানে মূল্য দ্বিগুণ হয়ে গেছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বর্ণের দামের পাশাপাশি রূপার দাম আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।

এএসজেড ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা ডেনিয়েল হাইনেস বলেন, করোনা ভাইরাস মহামারী আকারে ছড়িয়ে যাওয়ার পর ইউরোপীয় ইউনিয়নের নয়া পদক্ষেপের কারণে স্বর্ণের দাম বেড়ে যাচ্ছে। মহামারী পরিস্থিতি বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে স্বর্ণের দামও বাড়ছে।

তিনি মনে করেন, এ বছরের শেষের দিকে স্বর্ণের দাম আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে করোনা মহামারী থেকে গেলে বাজার পরিস্থিতি আবারও স্থিতিশীল হবে বলে আশাবাদী ডেনিয়েল হাইনেস।

স্বর্ণের দামের ২০১১ সালেরও রেকর্ড এরই মধ্যে ভেঙে গেছে। তবে স্বর্ণের দাম এভাবে বেড়ে যাওয়ার ফলে মুদ্রাস্ফীতি দেখা দিতে পারে কিনা, সে ব্যাপারেও উদ্বিগ্ন বিশেষজ্ঞরা।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit