উন্নয়ন ডেস্ক –
দেশব্যাপী ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার (১৫ মে) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী এক মাসের মধ্যে জেলার নেতাদের সঙ্গে সমন্বয় করে সব ইউনিয়ন ও ওয়ার্ডে কর্মীসভা করে কমিটি গঠন করতে হবে। অনধিক ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হবে। কেন্দ্র থেকে দেশব্যাপী উপজেলা, থানা ও পৌর ইউনিট কমিটি গঠনের লক্ষে যে সাংগঠনিক টিম করা হয়েছিল তা বিলুপ্ত করা হলো।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল এ সিদ্ধান্ত অনুমোদন করেন।