ইউরোপে বাংলাদেশ ও বাংলাদেশীদের জন্য উৎসর্গকৃত প্রাণ ডব্লিউবিও প্রেসিডেন্ট এবং আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহ ————————–ওয়ার্ল্ড বাংলাদেশ এসোসিয়েশন (ডব্লিউবিও)-এর প্রেসিডেন্ট এবং অল ইউরোপিয়ান বাংলাদেশ এসোসিয়েশন (আয়েবা)-এর সুযোগ্য মহাসচিব কাজী এনায়েত উল্লাহ। বাংলাদেশের গর্ব তিনি। বহির্বিশ্বে বিশেষভাবে সমগ্র ইউরোপে বাংলাদেশের ভাবমূর্তি উন্নয়নে এবং ফ্রান্সসহ অন্যান্য দেশে বসবাসকারী বাংলাদেশীদের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। করোনা দুর্যোগে তিনি বিশেষ ভাবে উদ্দোগী হয়ে দু’টি বিশেষ ফ্লাইটে বাংলাদেশে আটকা পড়া ফ্রান্সে বসবাসকারী প্রায় ৪শ’ বাংলাদেশীকে ফ্রান্সে নিরাপদে নেয়ার ব্যবস্থা করে অনন্য দৃস্টান্ত স্থাপন করেছেন। এটা ছিল বিরাট এক চ্যালেঞ্জ। এই সাফল্য তাঁকে এনে দিয়েছে বিরাট সন্মান – মর্যাদার আসনে করেছে সুপ্রতিষ্ঠিত ।কয়েক দশক যাবত সাংগঠনিক ক্ষেত্রে অসাধারণ দক্ষতার পরিচয় দিয়ে চলেছেন তিনি।আয়েবা আর ডব্লিউবিও ছাড়াও আরও সংগঠনের নেতৃত্ব প্রদান করছেন তিনি। বাংলাদেশীদের বিবিধ সমস্যা নিরসনে চষে বেড়াচ্ছেন ইউরোপের প্রতিটি দেশ। মিলিত হচ্ছেন তাদের সাথে। একজন সুলেখক হিসেবেও কাজী এনায়েত উল্লাহ ইতোমধ্যে সবার দৃষ্টি কেড়েছেন। মানবসেবায় নিস্বার্থ আর নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ফ্রান্সের এই নাগরিক।তিনি একজন সফল ব্যবসায়ী এবং মাল্টিমিলিওনিয়ার। ইউরোপের কয়েকটি দেশ জুড়ে তাঁর ব্যবসা। কাজী এনায়েত উল্লাহর জন্য আমরা গর্বিত। বাংলাদেশ সরকার তাঁকে মন্ত্রীর পদ মর্যাদায় স্পেশাল এনভয় হিসেবে নিয়োগ প্রদান করে সন্মান জানাতে পারে,দিতে পারে রাষ্ট্রীয় সন্মাননা….