রাজধানী ঢাকার ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীন হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করেছে বাংলাদেশের একটি আদালত।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন গৃহকর্মী রীতা আক্তার ওরফে স্বপ্না ও রুমা ওরফে রেশমা। স্পেশাল পাবলিক প্রসিকিউটর আবু আব্দুল্লাহ ভুইয়া এই রায়ের বিষয়টি নিশ্চিত করেন।এর আগে বুধবার রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তি উপস্থাপন শুনানি হয়।
তখন রায় ঘোষণার জন্য আজকের তারিখ নির্ধারণ করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল।মৃত্যুদণ্ডপ্রাপ্তরা ছাড়াও আরো একজন আসামী ছিলেন এই মামলায়, যিনি এই দুই গৃহকর্মীকে অধ্যক্ষ মাহফুজা চৌধুরীর বাসায় নিয়ে যান।তার হত্যার সাথে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়নি। তদন্তের গতিপথ অনুযায়ী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামীদের মোবাইল ফোন উদ্ধার এবং পরে আদালতে স্বীকারোক্তির পরে আদালত এই রায় দেয়।নিউমার্কেট থানা এই তদন্ত পরিচালনা করে।আসামী দুইজনের একজন একজন অনেকদিন ধরে ছিলেন, আরেকজন ছিল স্বল্পমেয়াদী গৃহকর্মী। রেশমা ও রত্নাকে ঘটনার দুই দিন পরই গ্রেফতার করে পুলিশ।