ইমরানকে শাহবাজ: সীমা অতিক্রম করার সাহস দেখাবেন না

আন্তর্জাতিক ডেস্ক –

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের উদাহরণ টেনে পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, এস্টাবলিশমেন্ট (পাকিস্তান সেনাবাহিনী) যদি সঠিক সিদ্ধান্ত না নেয়, তাহলে তার দেশ ভেঙে তিন টুকরো হয়ে যাবে।

ইমরানের এমন কথায় চটেছেন পাকিস্তানের বর্তমানে তুরস্ক সফরে থাকা পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। আজ বৃহস্পতিবার তিনি ইমরানের উদ্দেশে টুইট বার্তায় বলেন, ‘আমি যখন তুরস্কে চুক্তি সই করছি, তখন ইমরান নিয়াজি দেশের বিরুদ্ধে নগ্ন হুমকি নিয়ে হাজির। তার সর্বশেষ সাক্ষাৎকারেই প্রমাণ মেলে যে সরকারি অফিসের জন্য অযোগ্য ইমরান। আপনি রাজনীতি করছেন, করেন কিন্তু সীমা অতিক্রম করার সাহস দেখাবেন না এবং পাকিস্তান ভাগ করার কথা বলবেন না।’

বুধবার এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান আরও বলেছিলেন, দেশ ধ্বংস হলে সেটি খেলাপি হবে। তখন আন্তর্জাতিক সম্প্রদায় পাকিস্তানকে পরমাণুনিরস্ত্রীকরণের কথা বলবে। ঠিক যেমনটা গত শতকের নব্বইয়ের দশকে ইউক্রেন করেছিল।
সূত্র: ডন