ইরাকে মার্কিন ঘাটিতে রকেট হামলা

Iranian short-range missile (Tondar) is test-launched during war games in Qom, 120 kms south of Tehran, on September 27, 2009. Iran test-fired three short-range missiles as the Islamic republic began war games at a time of heightened tension with the West over its controversial nuclear programme. AFP PHOTO/SHAIEGAN/FARS NEWS (Photo credit should read SHAIGAN/AFP/Getty Images)

আন্তর্জাতিক ডেস্ক –

ইরাকের মার্কিন ঘাটিতে দুটি রকেট হামলার ঘটনা ঘটেছে।
ইরাকের রাজধানী বাগদাদের উত্তরে তাজি নামক মার্কিন নেতৃত্বাধীন জোটের সামরিক ঘাটিতে দুটি কাতিউশা রকেট দিয়ে হামলা চালানো হয়েছে।

শনিবারের এই হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে মার্কিন নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয়েছে।

এ নিয়ে মার্কিন নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল মাইলস বি ক্যাগিনস একটি টুইট বার্তায় বলেন, শনিবার রাত ৯টা ১৫ মিনিটের দিকে দুটি ছোট রকেট হামলা চালানো হয় তাজি ঘাটির কাছে। এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।