উন্নয়ন ডেস্ক –
নওগাঁ-৬ (আত্রাই-রানীনগর) আসনের সংসদ সদস্য ইসরাফিল আলমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এমপি।
সোমবার এক শোকবার্তায় স্বাস্থ্যমন্ত্রী জানান, ‘মরহুম ইসরাফিল আলম ছিলেন মানবসেবায় এক উজ্জ্বল মুখ। তার মতো একজন রাজনীতিবিদের এত অল্প বয়সে চলে যাওয়াটা দেশের জন্য এক বিরাট ক্ষতি।’
স্বাস্থ্যমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
উল্লেখ্য, সোমবার সকাল ৬টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইসরাফিল আলম। তার বয়স হয়েছিল ৫৪ বছর।