ঈদের কেনাকাটা অনলাইনে

উন্নয়ন ডেস্ক –

ঈদুল আজহা আর মাত্র কয়েকদিন পরেই। মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব এটি। এদিকে পৃথিবী এখনও শান্ত হয়নি। করোনাভাইরাস তার তাণ্ডবলীলা অব্যাহত রেখেছে। মন খারাপের এমন দিনেও আসে ঈদ। গেল ঈদুল ফিতরও কেটেছে বিষণ্ন। ঈদের কেনাকাটা থেকে দূরে ছিলেন অনেকেই। কিন্তু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারাটাই বুদ্ধিমানের কাজ। সামাজিক দূরত্ব মেনে বাইরে গিয়ে কেনাকাটা অনেকটাই অসম্ভব। এমন পরিস্থিতিতে সাহায্য নিতে পারেন অনলাইনের। এই ঈদে পছন্দের পোশাকটি কিনতে পারেন অনলাইনেই।

কে ক্রাফট
কে ক্রাফট মূলত তাঁত-ভিত্তিক হস্তশশিল্পকে প্রাধান্য দিয়ে থাকে। তবে এর পাশাপাশি হালের ট্রেন্ড মেনে সব বয়সী নারী-পুরুষের জন্য রয়েছে তাদের বিশাল সংগ্রহ। কে ক্রাফট তাদের ডিজাইন, রঙ, টেকনিক এবং অলঙ্কার যেমন স্টিচ, স্ক্রিনপ্রিন্ট, ইরি, অ্যাপলিক, ব্লক প্রিন্ট, জারদৌসি, সিকুইন-ওয়ার্ক, নট স্টিচ, টাই ও ডাই, কাট-ওয়ার্ক, অ্যামব্রোডারি, স্টিচের মতো বিষয়ে বৈচিত্র নিয়ে এসেছে। কে ক্রাফট থেকে পছন্দের পোশাক কিনতে ভিজিট করুন- http://kaykraft.com।

আড়ং
ঈদে পছন্দের পোশাকটি কিনতে আড়ংয়ের অনলাইনে ভিজিট করতে পারেন। আড়ং দেশের অন্যতম প্রসিদ্ধ ফ্যাশন হাউজ। এখানে পোশাক ছাড়াও নানা প্রয়োজনীয় পণ্য কিনতে পাওয়া যায়। সব বয়সী নারী-পুরুষের রুচিশীল পোশাক ঘরে বসেই কিনতে পারবেন আড়ংয়ে অর্ডার করে। আড়ং থেকে অনলাইনে কেনাকাটার জন্য ভিজিট করুন এখানে- https://www.aarong.com।

ক্যাটস আই
ক্যাটস আই মূলত পুরুষের পোশাক নিয়ে কাজ করে। দেশের হাজারো পুরুষের আস্থার জায়গা হয়ে উঠেছে ক্যাটস আই। এটি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ফ্যাশন হাইজ। পুরুষদের জন্য রয়েছে শার্ট, প্যান্ট, জিন্স, পাঞ্জাবি, শেরওয়ানিসহ ফরমাল ও ক্যাজ্যুয়াল পোশাক। এছাড়াও প্রয়োজনীয় এক্সেসরিজ মিলবে। তবে শুধু পুরুষের জন্যই নয়, নারীর জন্যও রয়েছে আকর্ষণীয় সংগ্রহ। ক্যাটস আই থেকে ঈদের পোশাক কিনতে চাইলে ভিজিট করুন এখানে- https://catseye.com.bd।

ইয়েলো
ফ্যাশন সচেতন মানুষের জন্য এক আস্থার নাম হলো ইয়েলো। এই ইয়েলো দেশি ফ্যাশন ব্রান্ড। এখানে পরিবারের সবার জন্য মনের মতো পোশাকের সন্ধান মিলবে। নানা রং, নানা ডিজাইনের মধ্য থেকে নিজের পোশাকটি বেছে নিতে ঘরে বসেই ঢুঁ মারতে পারেন https://yellowclothing.net এই ঠিকানায়।

রঙ বাংলাদেশ
নামের মতোই রঙিন এই ফ্যাশন হাইজের সংগ্রহ। নানা রঙে বর্ণীল এর আয়োজন। নানা নজরকাড়া ডিজাইন ও রঙের কারণে এই ব্র্যান্ডের পোশাক দেশজুড়ে সমাদৃত। সব বয়সীদের জন্য রয়েছে নানা ধরনের পোশাক। শাড়ি, সিঙ্গেল কামিজ, স্ট্রিচ ড্র্রেস, শাওয়াল, ফ্রক, টপস, কুর্তা, পাঞ্জাবি, শার্ট, টিস, ফতুয়া, গিফট সামগ্রী ইত্যাদি পাবেন রঙ বাংলাদেশ-এ। রঙ বাংলাদেশ থেকে ঈদের পোশাক কিনতে চাইলে ভিজিট করুন- https://rang-bd.com ঠিকানায়।

লা রিভ
ফ্যাশনের জগতে পাল্লা দিয়ে এগিয়ে চলেছে লা রিভ। দেশি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে এটি দ্রুতই পরিচিতি গড়েছে। আধুনিকতা ঐতিহ্যের সংমিশ্রণে সাজানো এর সবগুলো পোশাক। শিশু থেকে প্রবীণ- সবার জন্য পছন্দনীয় পোশাকটি আপনি এখানে পেয়ে যাবেন। অনলাইনে লা রিভের পোশাক কিনতে চাইলে ভিজিট করুন এখানে- https://www.lerevecraze.com।

অঞ্জন’স
ঘরে বসে ঈদের পোশাক নিশ্চিন্তে কেনার জন্য আস্থা রাখতে পারেন অঞ্জন’স-এ। সব বয়সী নারী-পুরুষের জন্য পছন্দনীয় সব পোশাক পেয়ে যাবেন এখানে। বিভিন্ন বৈচিত্র্যপূর্ণ পোশাক রয়েছে অঞ্জন’স-এ। অনলাইন কেনাকাটার ভিজিট করুন এখানে- https://www.anjans.com।