উত্তরা থেকে আইস-ইয়াবাসহ গ্রেফতার ৪

উন্নয়ন ডেস্ক –

রাজধানীর উত্তরার রবীন্দ্র সরণি এলাকা থেকে বুধবার আইস ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা। বৃহস্পতিবার (২ জুন) এই তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মো. সাইফুল ইসলাম ওরফে সবুজ, মো. সোলেমান হক ভূইয়া, সাজ্জাদ আমিন মুন্না ও মো. আতিকুল ইসলাম মিন্টু।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ মো. আক্তারুজ্জামান ইলিয়াস জানান, গোপনে পাওয়া তথ্যের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করে ৭০ গ্রাম আইস ও ৪০০ পিস ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মো. সাইফুল ইসলামের নামে উত্তরা পশ্চিম থানায়, মো. সোলেমান হক ভূইয়ার নামে পল্লবী থানায় ও মো. আতিকুল ইসলাম মিন্টুর নামে কদমতলী থানায় একটি করে মাদকের মামলা রয়েছে। এসব মামলা আদালতে বিচারাধীন।