নিজস্ব প্রতিবেদক:
ঢাকা উত্তর সিটিতে এ পর্যন্তু ফলাফলে আতিকুল ইসলাম ১৬৪৮১৯ এবং তাবিথ আউয়াল ৯৪৭৬৫ ভোট পেয়েছেন বলে জানা গেছে। মোট এক হাজার ৩১৮টি কেন্দ্রের ফলাফলে নৌকা ও ধানের শীষের মধ্যে প্রাপ্ত ভোটের পরিসংখ্যানে এ তথ্য জানা গেছে।
শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হলে শেরেবাংলা নগরের কৃষি বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ডিএনসিসির প্রথম ফলাফল ঘোষণা শুরু হয়। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ সামান্য কিছু অভিযোগের মধ্য দিয়ে এটি চলে বিকেল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ শুরু হলে উত্তরার নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সকাল সোয়া ৮টার দিকে ভোট দেন আতিকুল। তার আগে ৮টায় গুলশানের মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেন তাবিথ আউয়াল।
ডিএনসিসিতে মোট ভোটার সংখ্যা ৩০ লাখ ১০ হাজার ২৭৩ জন। তাদের মধ্যে পুরুষ ১৫ লাখ ৪৯ হাজার ৫৬৭ এবং নারী ১৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন। এই সিটিতে মোট ভোটকেন্দ্র এক হাজার ৩১৮টি। সাধারণ ওয়ার্ড ৫৪টি এবং সংরক্ষিত ওয়ার্ড ১৮টি।
আতিকুল-তাবিথ ছাড়াও এই সিটিতে মেয়র পদে নির্বাচন করেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি-সিপিবি সমর্থিত প্রার্থী আহাম্মদ সাজেদুল হক রুবেল, ইসলামী আন্দোলনের শেখ ফজলে বারী মাসউদ, এনপিপির আনিসুর রহমান দেওয়ান ও পিডিপির শাহীন খান। #