উন্নয়ন ডেস্ক –
‘দেশে গণতন্ত্র নেই’— বিএনপি মহাসচিবের এমন অভিযোগের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের পাল্টা প্রশ্ন রেখে বলেন, ফখরুল সাহেব নিজেই সংসদ সদস্য নির্বাচিত হয়ে সংসদে যাননি, উপনির্বাচন করতে বাধ্য করেছে, এটি তা হলে কীসের গণতন্ত্র?
তিনি রোববার সচিবালয়ে তার দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।
আওয়ামী লীগ চায় দেশে একটা শক্তিশালী বিরোধী দল থাকুক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলকে আগামী নির্বাচনে আওয়ামী লীগ স্বাগত জানায়।