এবার উত্তর কোরিয়াতেও করোনার থাবা

উন্নয়ন ডেস্ক –

উত্তর কোরিয়ায় প্রথমবারের মতো করোনাভাইরাস হানার আশঙ্কা দেখা দিয়েছে। এ অবস্থায় কোনো রকম ঝুঁকি না নিয়ে উত্তর কোরিয়ার কর্তৃপক্ষ লকডাউন ঘোষণা করেছে ক্যাসং নামে সীমান্তবর্তী শহরটিকে।

ভাইরাসটি নিয়ন্ত্রণে সর্বোচ্চ জরুরি ব্যবস্থা কার্যকর করতে এবং উচ্চ মাত্রার অ্যালার্ট জারি করতে শনিবারই একটি জরুরি পলিটব্যুরো সভা ডেকেছিলেন শাসক কিম জং উন।

ওই ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছে বলে এখন শুধুমাত্র সন্দেহ প্রকাশ করা হচ্ছে, যদি এটি নিশ্চিত হয়ে যায়, তবে এটিই হবে উত্তর কোরিয়ার প্রথম করোনা কেস- জানিয়েছে সংবাদ সংস্থা কেসিএনএ।

কেসিএনএ জানিয়েছে, তিন বছর আগে দেশ ছাড়া এক ব্যক্তি ১৯ জুলাই অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ফিরে এসেছে। তাঁকেই করোনা আক্রান্ত বলে সন্দেহ করা হচ্ছে। ওই ব্যক্তিকে দক্ষিণের সীমান্তে অবস্থিত ক্যাসং সিটিতে পাওয়া যায়, তাঁকে কঠোর কোয়ারেন্টিনে রাখা হয়েছে। যারা তাঁর সঙ্গস্পর্শে এসেছিলেন তাঁদেরকেও একইভাবে কোয়ারেন্টি রাখা হয়েছে।

কিম বলছেন, সম্ভবত এই ভাইরাস দেশে প্রবেশ করেছে এবং কেসং সিটিকে পুরোপুরি অবরুদ্ধ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
সূত্র : কলকাতা ২৪