এবার পদ্মা সেতুতে উঠে রেকর্ড করলেন বেজবাবা সুমন!

উন্নয়ন ডেস্ক –

পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে নানা আলোচনা ও সমালোচনার ঘটনা ঘটেছে। সেতুর ওপর উঠে উৎসুক জনতার ছবি তোলা, প্রস্রাব করতে বসে যাওয়া, নাট বল্টু খুলে টিকটক ভিডিও করাসহ নানা রকম অদ্ভূত কার্যকলাপ দেখা যাচ্ছে। যা নিয়ে বিরিক্ত ও বিব্রতকর পরিবেশের তৈরি হয়েছে।

এবার পদ্মা সেতুতে দেখা গেল বেজবাবা সুমন ও নেমেসিস ব্যান্ড ভোকালিস্ট জোহাদকে। তারা দুজনে একসঙ্গে গাড়িতে করে সেতু পাড়ি দেন আজ ২৮ জুন। এসময় বেজবাবা সুমন ফেসবুক লাইভে আসেন। সেখানে তিনি মজা করে ক্যাপশন লিখেছেন, ‘বাংলাদেশে এই প্রথম পদ্মা সেতুতে নতুন রেকর্ড’।

কি সেই রেকর্ড তা জানতে হুমড়ি খেয়ে ভিডিওটি দেখেছেন নেটিজেনরা।

ফেসবুক লাইভে বেজবাবা সুমন বলেন, ‘আমরা এখন ভিডিওতে আছি। যারা ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবে না। আমরা এখন অন্য লেভেলে আছি। আমরা এতো বছর মিউজক করে যা অর্জন করতে পারি নাই তা কয়েক সেকেন্ডে অর্জন করতে যাচ্ছি। এই প্রথমবার দুই ব্যান্ডের দুই ভোকালিস্ট পদ্মা সেতুর উপরে আছি। যারা এখনো বিশ্বাস করেননি বা করেছেন তাদের একটু পদ্মা সেতু দেখাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘খোদার কসম এটা পদ্মা সেতু। আপনারা ভালোভাবে দেখেন জোহাদ ভিডিও করছে পদ্মা সেতুর, আমিও সেটার ভিডিও করছি। আপনারা দেখতে পারছেন পদ্মা নদী। আমি আবারও বলছি বাংলাদেশে প্রথম দুই ব্যান্ডের দুই ভোকালিস্ট পদ্মা সেতুর উপরে উঠেছি। এটা আমাদের এবং মিউজিক ইন্ডাস্ট্রির জন্য বিশাল অর্জন।

এতোদিন গান গাইলাম, গান লেখলাম এইগুলো কিছুই না। অনেকে অনেক কিছু করে ফেলছে জীবনে আমরা কিছু করতে পারি নাই। এই প্রথম একটা কোনো কিছু করলাম।’

বেজবাবা সুমন আরও বলেন, ‘বাংলাদেশের প্রথম এক গাড়িতে দুই ব্যান্ডের দুই ভোকালিস্ট পদ্মা সেতুর উপরে উঠলাম। কেউ এখন পারে নাই। যদি উঠে থাকে তাহলে প্রমাণ দেখাও। তা না হলে এইটা একটা রেকর্ড। এবং দুই ব্যান্ডের একজন ম্যানেজার, তাকে নিয়েও পদ্মা সেতুতে উঠেছি এইটাও একটা রেকর্ড। আপনাদের আবারও পদ্মা সেতু দেখাই।’

সুমনের এই ভিডিওর নিচে মজার মজার মন্তব্য করছেন নেটিজেনরা।