খেলা ডেস্ক –
এশিয়া কাপ আরচারির স্টেজ টুতে দলগত দুটি ইভেন্টে পদক নিশ্চিত বাংলাদেশের। ইরাকের সোলাইমানিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় রিকার্ভ পুরুষ ও রিকার্ভ নারী দলগত ইভেন্টের ফাইনালে ওঠে লাল-সবুজের দলটি।
বুধবার দুটি ইভেন্টের ফাইনালে ভারতের মুখোমুখি হবেন রোমান সানা-দিয়া সিদ্দিকীরা। প্রতিপক্ষ ভারত হলেও তীর ধনুকে স্বর্ণের স্বপ্ন দেখাচ্ছেন আরচাররা। আর হারলে রুপা নিয়েই সন্তুষ্ট থাকতে হবে তাদের।
রিকার্ভ পুরুষ ইভেন্টের প্রথম রাউন্ডে বাংলাদেশ বাই পায়। পরবর্তী রাউন্ডে গতকাল স্বাগতিক ইরাকের বিপক্ষে সরাসরি ৬-০ সেটে জেতেন রোমান সানা, হাকিম আহমেদ রুবেল ও আলিফ আব্দুর রহমান। সেমিফাইনালে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ে ইরানকে ৫-৪ সেট পয়েন্টে হারিয়ে পদকের লড়াইয়ে ওঠে বাংলাদেশ।
নারী দলগত ইভেন্টে দিয়ারা প্রথম পর্বে মুখোমুখি হন স্বাগতিক ইরাকের বিপক্ষে। বাংলাদেশের নাসরিন আকতার, দিয়া সিদ্দিকী ও বিউটি রায় স্বাগতিক আরচারদের ৬-০ সেটে পরাজিত করেন। পরের পর্বে উজবেকিস্তানের বিপক্ষে ৫-১ সেটে জিতে বাংলাদেশ ফাইনালে ওঠে। দলগত ইভেন্টের ফাইনাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে।