এড়িয়ে গেলেন গণমাধ্যমকর্মীদের : স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক

উন্নয়ন ডেস্ক –

নানা অনিয়ম ও দুর্নীতিতে জড়িত রিজেন্ট হাসপাতালের বিষয়ে তথ্য নিতে স্বাস্থ্য অধিদপ্তরে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি অনুসন্ধানী দল আসার বিষয়ে কথা বলতে রাজি হননি স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ।

আজ রবিবার (১৯ জুলাই) প্রায় দেড় ঘণ্টা ধরে দুদকের ওই দল স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান করে এবং অধিদপ্তরের মহাপরিচালক সঙ্গে বৈঠক করে।

বৈঠক শেষে দুদকের দলনেতা ও সংস্থার উপ-পরিচালক আবু বকর সিদ্দিক গণমাধ্যমের সঙ্গে কথা বললেও কথা বলতে রাজি হননি অধিদপ্তরের মহাপরিচালক। কথা বলার জন্য গণমাধ্যমকর্মীরা তাকে অনুরোধ করলে তিনি জানান, দুদকের অনুসন্ধান চলছে বিধায় কথা বলবেন না।

এর আগে রবিবার দুপুর ১টা ৫০ মিনিটে হঠাৎ করেই আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে দুদকের চার সদস্য স্বাস্থ্য অধিদপ্তরে আসেন। ১টা ৫৫ মিনিটে তারা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের কক্ষে প্রবেশ করেন। পরে ৩টা ২৫ মিনিটে তারা কক্ষ থেকে বের হন। বৈঠক চলাকালে কাউকে বের হতে এবং বাহির থেকে কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।