ওয়েস্ট ইন্ডিজ দলে ফিরলেন রোচ

খেলা ডেস্ক –

দুই ম্যাচের টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দলে কেমার রোচের না থাকা কিছুটা হলেও স্বস্তি এনে দিয়েছিল টাইগারদের। তখনই অবশ্য বলা হয়েছিল, ফিটনেসে উতরে গেলে থাকবেন তিনি। ওই পরীক্ষায় পাশ করেছেন রোচ, ওয়েস্ট ইন্ডিজের স্কোয়াডে ফিরেছেন বৃহস্পতিবার অ্যান্টিগা সিরিজ শুরুর আগেই। ১৩তম সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে।

রোচের স্কোয়াডে ফেরা নিয়ে উইন্ডিজদের হেড কোচ ফিল সিমন্স বলেছেন, ‘এটা অসাধারণ ব্যাপার যে সে টেস্ট ম্যাচের জন্য ফিট হয়ে ফিরেছেন। তরুণদের জন্য রোচ সবসময়ই এক অনুপ্রেরণার নাম। এখন সে প্রস্তুত। ২৫০ উইকেট শিকারের দ্বারপ্রান্তে দাড়িয়ে সে আমাদের জন্য যা করতে চলেছে, তাতে আমরা আনন্দিত। শুধু মাঠেই না ড্রেসিং রুমেও রোচ অসাধারণ একজন ব্যাক্তিত্ব। সে ফিট এটা জেনে আমি স্বস্তি বোধ করছি, আর রোচের সেরা পারফরম্যান্স দেখার অপেক্ষায় আছি।’

কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলতে গিয়ে চোট পান রোচ। এই ইনজুরি থেকে পুরোপুরি সেরে উঠেছেন তিনি। এই মুহূর্তে দলের সবচেয়ে বেশি উইকেট শিকারী বোলারও এই পেসার।