জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

করোনার মত বন্যা মোকাবিলায়ও সরকার ব্যর্থ: এলডিপি

উন্নয়ন ডেস্ক –

করোনার মত বন্যা মোকাবিলায়ও সরকার পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিচ্ছে বলে মন্তব্য করেছেন এলডিপি নেতারা।

২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, বন্যা ও মহামারিতে মানুষের দুর্দশা কমাতে এবং দেশের সম্পদ রক্ষার্থে প্রয়োজন জনগণের সরকারের কোন বিকল্প নাই। বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনগনের প্রতি তাদের দায়ও নাই।

রবিবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন।

তারা বলেন, ব্যাপক বন্যায় মানুষ সীমাহীন দুর্দশার মধ্যে পড়েছে। কোনো কোনো অঞ্চলে এবার কয়েক দফায় বন্যা হয়েছে। মানুষের ঘরবাড়ি, জমিজমা, নদী ভাঙনে বিলীন হয়ে যাচ্ছে। ফসল তলিয়ে যাওয়ায় কৃষক সর্বস্বান্ত। এর মধ্যে ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার কারণে ধ্বংস-তাণ্ডব ব্যাপকতা লাভ করেছে। বড় বড় দালানকোঠা, স্কুলভবন নদী ভাঙনে বিলীন হয়ে গেছে। করোনা ভাইরাস মহামারির মধ্যে এ বন্যায় মানুষ চরম অসহায়। অথচ সরকার এই অসহায় জনগনের পাশে নেই।

এলডিপি নেতৃদ্বয় বলেন, পরিকল্পিত পদক্ষেপ ছাড়া বর্তমান সংকট মোকাবিলা সম্ভব নয়। দুর্নীতিবাজ এই সরকারের পক্ষে যা সম্ভব নয়।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit