করোনায় মারা গেলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব

উন্নয়ন ডেস্ক –

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব নরেন দাস মারা গেছেন। করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন তিনি। আইন মন্ত্রণালয়ের পাঠানো্ সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

লেজিসলেটিভ সচিব নরেন দাস বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন তিনি। তার স্ত্রীও করোনা ভাইরাসে আক্রান্ত।