বিনোদন ডেস্ক:
করোনার আক্রমণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। বিস্ময়ে ও আতঙ্কে থমকে গেছে মানবজাতি।
পৃথিবীর অন্য দেশের মতো বাংলাদেশেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ভারতে কণিকা কাপুর নামে এক গায়িকা করোনায় আক্রান্ত।
এসব কিছু নিয়েই এবার একটি কবিতা লিখেছেন ভারতেরই জীবনমুখী গানের গায়ক নচিকেতা চক্রবর্তী।
কবিতাটি তিনি আবৃত্তি করে ভিডিও আকারে তার ফেসবুক পেজে প্রকাশও করেছেন। কবিতার নাম ‘করোনা’। কবিতায় নচিকেতা বলেছেন সাম্যবাদের কথা। #