নিজস্ব প্রতিবেদক:
নভেল করোনা ভাইরাস শনাক্তের কিট তৈরি করতে গণস্বাস্থ্য কেন্দ্রকে অনুমতি দিয়েছে সরকার।
বৃহস্পতিবার দুপুরে রিএজেন্ট ও এন্টিবডি তৈরির এই অনুমতি দেয়া হয়েছে বলে জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, অনুমতি পেয়ে আমরা খুব খুশি। কারণ, জাতির দুর্দিনে আমরা তাদের পাশে দাঁড়াতে পারছি। সাথে সাথে সরকারকেও সহযোগিতা করতে পেয়ে আমাদের ভালো লাগছে।
তিনি জানান, দুইশো টাকায় এই কিট সরবরাহ করবে তারা। সরকারি, বেসরকারি হাসপাতালসহ যে কোনো স্বাস্থ্য কেন্দ্রকে দুইশো টাকায় সরবরাহ করা হবে। সর্বোচ্চ তিনশো টাকায় যে কোনো আক্রান্ত ব্যক্তির টেস্ট করতে পারবেন।
দুই দিন আগে কিট তৈরির সক্ষমতার কথা ঘোষণা করেছিলেন ডা. জাফরুল্লাহ। এরপর বৃহস্পতিবার তাদের সরকার অনুমতি দিল। সরকারের সংগ্রহে যে পরিমাপ কিট ছিলো তা শেষ হওয়ার পথে। অবশ্য এরই মধ্যে চীন সরকার করোনা ভাইরাসের চিকিৎসার সামগ্রী বাংলাদেশকে দেয়ার ঘোষণা দিয়েছে।
এ দিকে দুপুরে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ জানান, দেশে নতুন করে তিনজন করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে। এই নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৭। মারা গেছেন একজন। #