কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

উন্নয়ন বার্তা ডেস্ক:

“মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা” এই প্রতিপাদ্য নিয়ে গাজীপুরের কাপাসিয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত হয়েছে। সোমবার সকালে শোভাযাত্রা, চিত্রাংকন প্রতিযোগিতা ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড.আমানত হোসেন খান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো.আনছার উদ্দিন, সহকারী শিক্ষা কর্মকর্তা সানজিদা আমিন, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মনিরুজ্জামান মনির, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। শেষে চিত্রাংকন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।