কাপাসিয়ায় আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা প্রদান

উন্নয়ন ডেস্ক –

কাপাসিয়া (গাজীপুর) থেকে এফ এম কামাল হোসেন :

গাজীপুরের কাপাসিয়ায় আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত চার দোকানীকে উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। ১৩ আগষ্ট বৃহস্পতিবার বিকালে উপজেলা পরিষদ কার্যালয়ে অনুদানের ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ অ্যাডভোকেট মোঃ আমানত হোসেন খান।
জানা যায়, গত ২২ জুলাই রাতে উপজেলার খিরাটি বাজারে আগুন লেগে চারটি দোকান ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মনির হোসেন শ্যামল, মোস্তফা কামাল, আক্রাম হোসেন ও শাহাদাত হোসেনকে ১০ হাজার টাকা করে ৪০ হাজার টাকার চেক হস্তান্তর করেন । এসময় উপস্হিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তানভীর ফরহাদ শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমূখ।
এফ এম কামাল হোসেন
১৩/৮/২০২০
কাপাসিয়া, গাজীপুর।