সিজিপিএ শর্ত শিথিল করে প্রমোশনের দাবিতে কাফনের কাপড় পরে আন্দোলন করছে সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। রোববার (২৭ আগস্ট) দুপুর ১২টা ২৫ মিনিটে নীলক্ষেত মোড় অবরোধের কিছু সময় পর কাফনের কাপড় গায়ে দিয়ে রাস্তায় শুয়ে পড়েন তারা। এ সময় নীলক্ষেত মোড় অবরোধ করে তারা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী, কোনো শিক্ষার্থীর প্রথম বর্ষ থেকে দ্বিতীয় বর্ষে সিজিপিএ ২, দ্বিতীয় থেকে তৃতীয় বর্ষে সিজিপিএ ২.২৫ এবং তৃতীয় থেকে চতুর্থ বর্ষে প্রমোশন পেতে ২.৫ পেতে হবে। তা না হলে ওই শিক্ষার্থীকে আবারও আগের বর্ষে থাকতে হবে। তবে শিক্ষার্থীরা জানান এ শিক্ষা ব্যবস্থার জন্য সাত কলেজের শিক্ষকরা দায়ী। চূড়ান্ত পরীক্ষা দিয়ে নয় মাস পেরিয়ে গেলেও আমরা ফল পাই না। আবার যখন রেজাল্ট দেয় তখন দেখতে পাই আমাদের অধিকাংশই ফেল করেছে অথবা নট প্রমোটেড হয়েছে। এমন অবস্থা আর চলতে পারে না। আমাদের শর্ত শিথিল করে প্রমোশনের ব্যবস্থা করতে হবে।
আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, এ পর্যন্ত তীব্র গরম ও রোদে ৪ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। এর মধ্যে একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এর আগে গত বুধবার (২৩ আগস্ট) আন্দোলনের কথা থাকলেও শিক্ষকদের আশ্বাসে প্রাথমিকভাবে সেদিনের কর্মসূচি স্থগিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাত কলেজের আন্দোলনরত শিক্ষার্থীরা।