কালীগঞ্জে জাতীয় শোক দিবসে আওয়ামীলীগের আলোচনা সভা দোয়া মাহফিল ও তবারক বিতরন।

উন্নয়ন ডেস্ক –

স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে শনিবার সকালে
কালীগঞ্জ আওয়ামী লীগের কার্যালয়ে
উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল মাঝে তবারক বিতরন করা হয়েছে ।

উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল মতিন সরকার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এইচ এম আবু বক্কর চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপি,

এই সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি পরিমল চন্দ্র ঘোষ, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাকসুদ-উল আলম খান।
আলোচনা শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবার সহ সকল শহীদের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। পরে তবারক বিতরন করা হয়।

এসময় আরোও উপস্হিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক মো. দেলোয়ার হোসেন দুলাল,সাবেক যুগ্ম সাধারন সম্পাদক এবিএম তারিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, অর্থবিষয়ক সম্পাদক মো. শরীফ হোসেন খান কনক,
সংস্কৃতিবিষয়ক সম্পাদক শফিউল কাদের নান্নু, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. সাইফুল ইসলাম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক মো. মোস্তফা কামাল,
কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি এস এম রবিন হোসেন, সাধারন সম্পাদক মো. কামরুল ইসলামসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সকালে কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় শোক দিবস উপলক্ষে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন দলীয় নেতৃবৃন্দরা।

এদিকে বাদ মাগরিব কালীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড দেওপাড়া এলাকায় ওয়ার্ড আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।