কীভাবে সাহাবুদ্দিন হাসপাতাল করোনা পরীক্ষার অনুমোদন পেল, জানতে চায় মন্ত্রণালয়

উন্নয়ন ডেস্ক

জুলাই ২২, ২০২০

সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স নবায়ন ও সরেজমিনে পরিদর্শন ব্যতীত কভিড-১৯ পরীক্ষার অনুমতি কীভাবে দেয়া হয়েছে তার ব্যাখ্যা চায় স্বাস্থ্য মন্ত্রণালয়। একই সঙ্গে বেসরকারি হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারের লাইসেন্স হালনাগাদ করা হয়েছে তার তালিকাও জানতে চেয়েছে মন্ত্রণালয়।

যেসব বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের লাইসেন্স নবায়ন করা হয়নি সেসব প্রতিষ্ঠানেরও তালিকা চেয়ে পাঠানো হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব উম্মে হাবিবা স্বাক্ষরিত এসব বিষয় সর্ম্পকিত একটি চিঠি গতকাল মঙ্গলবার (২১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের দফতরে পাঠানো হয়।

চিঠির বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, ‘সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান এবং কভিড-১৯ সেবায় অনিয়ম, অবহেলা ও প্রতারণা অভিযোগ সংক্রান্ত।’

চিঠিতে বলা হয়, ‘রাজধানীর গুলশানে বেসরকারি সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে গত ১৯ জুলাই র‌্যাবের পরিচালিত অভিযানে অনুমতি ছাড়াই করোনা ভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা এবং পরীক্ষা না করে ভুয়া রিপোর্ট প্রদানের অভিযোগের সত্যতা পাওয়া গেছে।’

‘সরেজমিনে পরিদর্শন ব্যতীত সাহাবুদ্দিন মেডিকেল কলেজসহ আরো চারটি বেসরকারি পরীক্ষা কেন্দ্রের প্রস্তুতির আগে স্বাস্থ্য অধিদপ্তরের অনুমতি প্রদান করা হয়েছিল বলে র‌্যাবের অভিযান পরিচালনা নির্বাহী ম্যাজিস্ট্রেট সরোয়ার আলম জানান। পরীক্ষার অনুমতি স্থগিত করা হলেও সাহাবুদ্দিন মেডিকেল কলেজ বেআইনিভাবে করোনাভাইরাসের অ্যান্টিবডি পরীক্ষা করছিল। হাসপাতালটি বাইরে থেকে নমুনা পরীক্ষা করিয়ে প্রতিবেদন দিচ্ছিল। বাইরে থেকে নমুনা পরীক্ষা করে এনে ফলাফল দেয়া বেআইনি।’

এ নিয়ে গণমাধ্যমে প্রচারিত প্রতিবেদন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।