কুবি প্রতিনিধি: অনুষ্ঠিত হয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম সাধারণ সভা।
সভায় বিভাগের অসচ্ছল শিক্ষার্থীদের সহযোগিতা করা, জব সেক্টরে সর্বোচ্চ সহায়তা দেয়া এবং শিক্ষার্থীদের যে কোনো প্রয়োজনে অ্যালামনাই সংগঠন পাশে দাঁড়াবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনকে সামনে রেখে আ্যালামনাই কমিটির সদস্য ও বিভাগের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভা হয়।
শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি এ সভার আয়োজন করেন। প্রভাষক মো. মহিবুল্লাহ এর সভাপিত্বে বিশ্ববিদ্যালয়ের সহকারী নেটওয়ার্ক ইঞ্জিনিয়ার মো. সাইফুল ইসলাম সভার সঞ্চালনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিভাগের সাবেক শিক্ষার্থী ও বর্তমান বিসিএস ফরেন ক্যাডার নিজামুল ইসলাম, বিভাগের প্রভাষক শাহরিয়ার অনিক, ইকবাল আহমেদ, আদনান কবির সৈকতসহ অনেকে।