জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

কুমিল্লায় নতুন গ্যাস কূপের সন্ধান

অনলাইন ডেস্ক:
কুমিল্লার শ্রীকাইলে নতুন গ্যাস কূপের সন্ধান পেয়েছে রাষ্ট্রীয় তেল গ্যাস অনুসন্ধান উত্তোলন প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স)।

গ্যাস উত্তোলন উপযোগী করতে ফিল্ডে গ্যাসের পরিমাণ, গ্যাসের সাথে পানির পরিমাণ এবং গ্যাসের প্রেসারের পরীক্ষা-নিরিক্ষার কাজ চলছে।

আগামী পাঁচদিন এই পরীক্ষা-নিরীক্ষা চলবে। পরে উত্তোলনের কাজ হাতে নেয়া হবে বলে জানিয়েছে বাপেক্স। ২০১৯ সালের ২৮ অক্টোবর এখানে গ্যাস অনুসন্ধান কূপ খনন শুরু করে বাপেক্স।

দীর্ঘ ৪ মাস খনন কাজের পর মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টার দিকে গ্যাসস্তরের বিষয়ে নিশ্চিত হয় বাপেক্স। বাপেক্স জানায়, নতুন এই গ্যাস ফিল্ডের বর্তমানে গ্যাসের প্রেসার ১৮ এর বেশি।

৩ হাজার ৬৫ মিটার গভীরে অবস্থিত এই গ্যাস ফিল্ড থেকে দৈনিক ২০ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে। কাছাকাছি প্রসেস প্লান্ট রয়েছে। শুধু ১০ কিলোমিটার পাইপলাইন স্থাপন করে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হবে। #

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit