খিলক্ষেতে ভেকু মেশিনে ধাক্কায় ট্রেনের ইঞ্জিন বিকল

উন্নয়ন ডেস্ক –

ঢাকা: রাজধানীর খিলক্ষেত এলাকায় ভেকু মেশিনের সঙ্গে ধাক্কা লেগে রাজশাহী থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে গেছে। এ ঘটনায় ঢাকামুখী রেললাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

তবে পাশের লাইন দিয়ে ট্রেনের একমুখী চলাচল অব্যাহত আছে।

বুধবার (১৮ মে) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কমলাপুর স্টেশনের স্টেশন ম্যানেজার মাসুদ সরোয়ার।

তিনি জানান, দুপুরে খিলক্ষেত বনরুপা এলাকায় রাজশাহী থেকে ছেড়ে আসা ‘বনলতা এক্সপ্রেস’ নামে একটি ট্রেনের লাইনের পাশে থাকা ভেকু মেশিনের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। ঘটনার পর একটি লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, অপর লাইন দিয়ে চালু আছে।

বিমানবন্দর রেলস্টেশন এর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) কামরুল হাসান জানান, ভেকু মেশিনটি রেললাইনের পাশে এলিভেটর এক্সপ্রেসওয়ের কাজের জন্য ব্যবহৃত হচ্ছিল।

এ রিপোর্ট লেখা পর্যন্ত দুর্ঘটনাকবলিত ট্রেনের লাইনটি চালু হয়নি। তবে কিছুক্ষণের মধ্যেই তা চালু হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।