উন্নয়ন ডেস্ক –
ফাহমিদা নবী। নন্দিত কণ্ঠশিল্পী ও সুরকার। সম্প্রতি অনলাইনে প্রকাশিত হয়েছে তাঁর নতুন একক গান ‘মা’। এই গান, এ সময়ের ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তাঁর সঙ্গে-
আপনার আগের সব আয়োজন থেকে ‘মা’ গানটি কিছুটা ভিন্ন ধরনের। কেমন সাড়া পাচ্ছেন নতুন এই গান নিয়ে?
মাকে নিয়ে মানুষের কত রকমের আবেগ কাজ করে, এই গান প্রকাশের পর তা নতুন করে উপলব্ধি করেছি। ইউটিউবের কমেন্ট বক্সে চোখ রাখার পর তাই এক ধরনের ভালোলাগায় মন ভরে গেছে। বিশ্বের প্রত্যেক মায়ের প্রতি শ্রদ্ধা জানাতেই এই গান তৈরি করা। এর কথা লেখার পাশাপাশি সুর করেছেন সামিনা সালাম। এই গানের গীতিকথা পড়েই মুগ্ধ হয়েছিলাম। সুরও মনে ছাপ ফেলার মতো। শ্রোতারাও সে কথা স্বীকার করেছেন নিদ্র্বিধায়।
সামিনা চৌধুরীর সঙ্গে আপনার যে দ্বৈত অ্যালবাম প্রকাশের কথা ছিল, সেটি কবে প্রকাশ পাবে?
অ্যালবামের জন্য আমি আর সামিনা যে গানগুলো রেকর্ড করেছিলাম, সেগুলো একক গান হিসেবে প্রকাশ পাবে। অ্যালবামের গীতিকার ও তত্ত্বাবধায়ক জুলফিকার রাসেলই এ সিদ্ধান্ত নিয়েছেন। তার স্বপ্ন ও ইচ্ছা দুটোই ছিল আমাদের দুই বোনকে নিয়ে অ্যালবাম করার। গান রেকর্ড থেকে শুরু করে ভিডিও নির্মাণও শেষ করেছে। কিন্তু এখন তো অ্যালবাম প্রকাশ করা বেশ জটিল। সে জন্যই আমাদের গানগুলো একক গান হিসেবে প্রকাশ করবে।
আপনি নিজেও প্রযোজনায় এসেছেন। প্রযোজক হিসেবে আপনার ভাবনার কথা জানতে চাই?
এখন গান ইউটিউবে প্রকাশ করা হয়। আর ইউটিউব মানেই অপার স্বাধীনতা। নিজস্ব ভাবনা নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি। তাই ভালো কিছু গানের প্রযোজনা করার কথাই ভাবছি।
ইউটিউব কাজের অপার স্বাধীনতা থাকায় মান ধরে রাখা সম্ভব হচ্ছে কি?
যারা তারকাখ্যাতির মোহে যা ইচ্ছা করে যাচ্ছে, তাদের কাজের মান নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দুঃখজনক হলেও সত্যি, অনেকের কাছে গান এখন হয়ে গেছে ভিডিও কনটেন্ট। এ বিষয়টি একদমই মেনে নিতে পারি না। গান কেন ভিডিও কনটেন্ট হিসেবে দেখা হবে? এটাই আমার প্রশ্ন। অনলাইন যখন সম্ভাবনার অসংখ্য দুয়ার খুলে দিয়েছে, তখন চেষ্টা করা উচিত এই মাধ্যমে মেধা ও প্রতিভা তুলে ধরার। সৃজনশীল কাজের মধ্য দিয়ে তা সম্ভব। কিন্তু সেই চিন্তাধারা নিয়ে খুব একটা কাজ করতে দেখছি না।
আজকাল স্টেজ শোতে আপনাকে দেখা যায় না কেন?
স্টেজ শো বরাবরই কম করি। কারণ, স্টেজের দর্শক বেশিরভাগ সময় হৈ-হুল্লোড় করা যাবে- এমন গানই বেশি শুনতে চান। আমি হইচই করার মতো গান গাই না। তাই যেসব আয়োজনে শ্রুতিমধুর গান গাওয়ার সুযোগ থাকে, সেসব আয়োজনে অংশ নিই।
এ সময়ে আর কী নিয়ে ব্যস্ত আছেন?
আমার কারিগরি স্কুলের শিক্ষার্থীদের গান শেখাচ্ছি। পাশাপাশি নিজের কিছু গানের সুর করছি। নতুন গানের আয়োজন নিয়েও ব্যস্ত সময় কাটছে।