উন্নয়ন ডেস্ক –
করোনা মহামারির পরিপ্রেক্ষিতে বাংলাদেশসহ বিশ্বজুড়ে উচ্চশিক্ষায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অনলাইন লার্নিং। সমসাময়িক এ বিষয়টি নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ও বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ। সম্প্রতি এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ (ইবিএইউবি) কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক ওয়েবিনারে ‘অনলাইন লার্নিং ইন হায়ার স্টাডিজ : বাংলাদেশ পারস্পেকটিভ’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. সেলিম উদ্দিন।
তিনি প্রবন্ধে বিশ্বব্যাপী এবং বাংলাদেশের উচ্চশিক্ষার ওপর কভিড-১৯-এর প্রভাব তুলে ধরার পাশাপাশি উচ্চশিক্ষায় অনলাইন লার্নিংয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক, বিভিন্ন গবেষণার ফলাফল, সুযোগ-সুবিধা, সম্ভাবনা, সম্ভাব্যতাসহ নানা চ্যালেঞ্জ নিয়ে বাংলাদেশের আলোকে আলোচনা করেন। একই সঙ্গে তিনি এই চ্যালেঞ্জ মোকাবেলায় অনলাইন শিক্ষায় কার্যকর প্রয়োগের জন্য শিক্ষা ও প্রযুক্তি বিষয়ক বিভিন্ন বিষয় ছাড়াও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় প্রশিক্ষণের ওপর আলোচনা করেন। মূল প্রবন্ধে কভিড-১৯-এর প্রভাবে শিক্ষাব্যবস্থার অচলাবস্থা, বাংলদেশের প্রযুক্তির ব্যবহার এবং কোন প্রযুক্তি ব্যবহারে বিশ্বে অনলাইন লার্নিং চলমান আছে তার সবিশেষ উল্লেখ করেন। ওয়েবিনারে সভাপতিত্বে করেন ইবিএইউবির উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান।
মূল প্রবন্ধ উপস্থাপনের পর বক্তব্য দেন মালয়েশিয়ার মেলাকা, মারায় অবস্থিত ইউনিভার্সিটি টেকনোলজির রেক্টর প্রফেসর ড. আব্দুল হালিম মোহাম্মদ নূর। আরো বক্তব্য দেন ইন্দোনেশিয়ার জাকার্তার টার্বুকায় অবস্থিত ইউনিভার্সিটি টেকনোলজির রেক্টর অধ্যাপক ড. ওজাত দারোজাত। ইবিএইউবির উপাচার্য প্রফেসর ড. এ বি এম রাশেদুল হাসান সভাপতিত্ব করেন।
সমাপনী বক্তব্য উপস্থাপন করেন ইবিএইউবির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং এক্সিম ব্যাংকের এমডি ও সিইও ড. মোহাম্মদ হায়দার আলী মিয়া। অনুষ্ঠানে বিভিন্ন দেশের ৭৩৩ জন বিশিষ্ট ব্যক্তি অংশ নেন।