গোপালগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড

উন্নয়ন ডেস্ক –

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার জলিরপাড়ে নারায়ণ শাখারী হত্যা মামলায় সুকন্ঠ শাখারীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিচারিক আদালত। বৃহস্পতিবার অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক মোঃ আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।

মামলা সূত্রে জানা গেছে, ২০০৭ সালে ১১ মে সকাল ৯টায় গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের নারায়ণ শাখারীর সাথে গাছের ফল পাড়াকে কেন্দ্র সুকন্ঠ শাখারীর কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে আসামিরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে নারায়ান শাখারীকে গুরুতর আহত করে। পরে চিকিৎসাধীন অবস্থায় নারায়ণ শাখারীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের ভাই প্রমথ শাখারী বাদী হয়ে ৮ জনকে আসামি করে মুকসুদপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাকি ৭ আসামিকে খালাস প্রদান করেছেন আদালত।

সাজাপ্রাপ্ত আসামী সুকন্ঠ শাখারী পলাতক রয়েছে।
সরকার পক্ষে এপিপি অ্যাডভোকেট মোঃ শহিদুজ্জামান খান পিটু ও আসামি পক্ষে অ্যাডভোকেট মোঃ ইসমাইল হোসাইন মামলাটি পরিচালনা করেন।