চবি ছাত্রলীগের অবরোধ প্রত্যাহার

উন্নয়ন ডেস্ক –

অবরোধ তুলে নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। আজ বুধবার দুপুর আড়াইটায় সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ভুক্তভোগী ছাত্রলীগ নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ারকে কেন্দ্র করে আপাতত অবরোধ প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। তবে আগামী ৭২ ঘন্টার মধ্যে এঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা না নেওয়া হলে আমরা পুনঃরায় অবরোধ করবো।

স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সদস্য কর্তৃক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতাকে মারধরের ঘটনায় এই অবরোধ দেওয়া হয়েছিল। এরই মধ্যে অভিযুক্ত মোঃ হানিফকে আটক করা হয়েছে।
প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া বলেন, ৪টা থেকে বিশ্ববিদ্যালয়ের শাটল যথাসময়ে চলবে। ক্যাম্পাসে সবকিছু পুনঃরায় স্বাভাবিক হবে।

স্থানীয় ব্যবসায়ী এবং ফতেহপুর ছাত্রলীগের সাবেক সদস্য মোঃ হানিফ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতা প্রদীপ চক্রবর্তী দুর্জয়কে মারধর করে। ফলশ্রুতিতে ভোর থেকে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক এবং শিক্ষার্থীদের প্রধান বাহন বন্ধ রাখা হয়।