চাঁদপুরে ইয়াবাসহ আটক ১

উন্নযন ডেস্ক –

চাঁদপুরের কচুয়া উপজেলার চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের খাজুরিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সৈয়দ মেহেদী হাসান সবুজকে আটক করা হয়েছে।

রবিবার দুপুরে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন এর নেতৃত্বে এসআই সুদীপ্ত শাহীন ও এএসআই সাগর সেনসহ সঙ্গীয় ফোর্স নিয়ে বোগদাদ বাসের ভিতর তল্লাশি চালিয়ে আটককৃত সবুজ এর নিকট থেকে ৫ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। যার আনুমানিক মূল্য পনের লক্ষ টাকা। আটককৃত সবুজ শরীয়তপুর জেলার পালং মডেল থানার দক্ষিন আটং গ্রামের মৃত সৈয়দ বাবুল হোসেনের ছেলে। এ বিষয়ে কচুয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।