চার মাস পর শুটিংয়ে

বিনোদন ডেস্ক –

শেষ শুটিং করেন তিনি গত ২১ মার্চ। তারপর সাড়ে চার মাসের লম্বা বিরতি। ৭ আগস্ট ক্যামেরার সামনে ফিরে এসেছেন ছোট পর্দার অভিনেত্রী নাজনীন চুমকি। হাসান আজিজুল হকের আগুনপাখি উপন্যাস অবলম্বনে দীপ্ত টিভির জন্য নির্মিত হচ্ছে দীর্ঘ ধারাবাহিক। এ নাটকের গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চুমকি। নাটকটি প্রচারিত হবে শিগগির। তাই শুটিংয়ে নামতে হলো তাঁকে।

চুমকি জানান, কাজে নামার ইচ্ছা ছিল না তাঁর। আরও কিছুদিন বাসায় থাকতে চেয়েছিলেন। তিনি বলেন, ‘গত মাস থেকে আমার স্বামী অফিসে যাওয়া শুরু করেছেন। এরপর আমার শুটিংয়ে যাওয়‌া মানে আমার দুজন সহকারীকেও ঝুঁকির মুখে ফেলা। তাদেরও পরিবার আছে। কে কখন আক্রান্ত হন বলা যায় না। এসব ভেবে কাজে নামিনি।’

লকডাউনে তিনি সময় দিয়েছেন মঞ্চে, তবে অনলাইনে। চুমকি দেশ নাটকের সদস্য। দেশ নাটক ও ঢাকা থিয়েটার মিলে একটি নাটক করছে পেন্ডুলাম নামে। এটি রচনা করেছেন মাসুম রেজা এবং নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ। নাটকটির নিয়মিত অনুশীলন হয়েছে অনলাইনেই।

করোনার সতর্কতার কারণে ঈদে কোনো কাজ করেননি চুমকি। আগুনপাখির শুটিংয়ের এই মৌসুম শেষ করে সপ্তাহখানেকের জন্য আবার কোয়ারেন্টিনে থাকবেন তিনি। একটা কাজের পর কোয়ারেন্টিনে কিছুদিন কাটিয়ে আসাটা জরুরি মনে করেন চুমকি। তবে স্বাস্থ্যবিধি মেনেই শুটিং করছেন। চুমকি বলেন, ‘নাটকের সেটে গিয়ে ভীত হইনি। চেহারায় ভীতি চলে এলে অভিনয়টা ঠিকঠাক হবে না। যতটুকু পারছি, সাবধানতা মেনে কাজ করার চেষ্টা করছি। একদম আতঙ্কিত হই না।