চিত্রশিল্পী মনসুর উল করিম আর নেই

স্টাফ রির্পোটার: একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী মনসুর উল করিম (৭০) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (৫ অক্টোবর) চিকিৎসাধীন অবস্থায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

মনসুর উল করিমের ছেলে মাশরুর উল করিম মিডিয়াকে এ তথ্য নিশ্চিত করেছেন। মাশরুর উল করিম বলেন, বাবা দীর্ঘদিন ধরে বিভিন্ন রোগে ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার বেলা সাড়ে ১১টায় তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ইন্তেকাল করেন।

তিনি আরও জানান, সোমবার বিকেলে রাজবাড়ী শহরে কাজীবাধা এলাকায় থাকা তার প্রতিষ্ঠিত ‘বুনন আর্ট স্পেস’ মরদেহ নেওয়া হবে। রাত ৮ টায় রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে ভবানীপুর পৌর গোরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

মনসুর উল করিম ১৯৫০ সালে রাজবাড়ী জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৭২ সালে ঢাকা আর্ট ইনস্টিটিউট থেকে চারুকলায় স্নাতক এবং ১৯৭৪ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। পরবর্তীতে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে দীর্ঘ ৪০ বছর অধ্যাপনা করেন।

সত্তরের দশকের শুরু থেকে তিনি দেশের চিত্রশিল্পে অসামান্য অবদান রেখেছেন। তার এ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সরকার ২০০৯ সালে তাকে একুশে পদকে ভূষিত করে।