ছাতকের মেয়ে লুৎফা বৃটেনে কাউন্সিলর নির্বাচিত

উন্নয়ন ডেস্ক –

বৃটেনের রেডব্রিজ হেনল্ট এলাকা থেকে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার লুৎফা রহমান।

বিশ্ববিখ্যাত ইউনিভার্সিটি অব গ্রিনিচ থেকে গ্র্যাজুয়েশন করা এই মেধাবী মেয়ে পেশাজিবী হিসেবেও সুনামের স্বাক্ষর রেখেছেন।
লেবার পার্টির রাজনীতিতে সক্রিয় নেতৃত্বের মধ্য দিয়ে তিনি এবার পাবলিক রিপ্রেজেন্টেটিভ রূপে অভিষিক্ত হলেন।

লুৎফা রহমান ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইড়গাঁও গ্রামের বৃটেন প্রবাসী হাজী কলমধর আলীর মেয়ে ও উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামের ইংল্যান্ড প্রবাসী কমিউনিটি নেতা মিজানুর রহমান হিরুর সহধর্মিনী। মিজানুর রহমান হিরু ছাতক-দোয়ারা নির্বাচনী এলাকার সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের ছোট ভাই।