ছেলেকে নিয়ে দুশ্চিন্তায় ববিতা

বিনোদন প্রতিবেদক:
একমাত্র ছেলে অনিককে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়েছেন চিত্রনায়িকা ববিতা। তার
ছেলে অনিক থাকে কানাডায়।
গেল বছরের ডিসেম্বরে দুই সপ্তাহের জন্য ঢাকায় এসেছিলেন। বন্ধুরাসহ মায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন কক্সবাজারেও। বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে কানাডায় থাকা ছেলেকে নিয়ে ভীষণ চিন্তার মধ্যে আছেন ববিতা।
তিনি বললেন, ‘মনটা মোটেও ভালো নেই। যতই দিন যাচ্ছে, উদ্বেগ–উৎকণ্ঠা বাড়ছে। কী এমন দুর্যোগ পৃথিবীতে এল, ইচ্ছা করলেও ছেলের সঙ্গে দেখা করতে যেতে পারছি না, আবার চাইলে ছেলেও এই মুহূর্তে আমার কাছে আসতে পারছে না।’ #