জন-আকাংখা পুরনে দলে সৎ, ত্যাগী ও আর্দশবান নেতৃত্ব লাগবে – রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি: দলের শৃংখলা রক্ষার জন্য সৎ নেতৃত্বের কোন বিকল্প নেই। একথা বলেছেন, রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন।

তিনি বলেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে জনগণের দল। এ দলের প্রতি জনগণের প্রত্যাশা অন্য যে কোন দলের চেয়ে বেশি। তাই জন-আকাংখা পুরনে দলে সৎ, ত্যাগী ও আর্দশবান নেতৃত্ব লাগবে।’

নুরুল ইসলাম সুজন বৃহস্পতিবার দুপুরে দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ. স. ম. নুরজ্জামানের সভাপতিত্ব এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, জেলা আওয়ামী লেিগর যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মির্জা সারোয়ার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস আলী ও দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাৎ জামান চৌধুরী জর্জ।

রেলমন্ত্রী এ সময় উল্লেখ করেন,বাংলাদেশ এখন সামনের দিকে এগিয়ে চলেছে। জিডিপিতে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম। দেশের এ অর্জন বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হসিনার । তিনি বলেন,‘দেশের উন্নয়ন চলমান রাখতে হলে দূর্নীতি বন্ধ করতে হবে। দূর্নীতি , সন্ত্রাস এবং মাদক কোন ভাবেই একটি ভাল সমাজ বির্নিমাণ করতে পারে না। দূনীতির ফলে সমাজে বৈষম্য তৈরি হয়, গরীব আরও গরীব হয়। উন্নয়ন প্রকল্পের ব্যয় বৃদ্ধি পায়।’

সরকার দেশ থেকে দূর্নীতি , সন্ত্রাস ও মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে উল্লেখ করে রেলমন্ত্রী বলেন,এ জন্য সারা দেশে শুদ্ধি অভিযান চালানো হচ্ছে।