জাতিসংঘের সাবেক মহাসচিব পেরেজের মৃত্যু

অনলাইন ডেস্ক:
জাতিসংঘের সাবেক মহাসচিব হাভিয়ের পেরেজ ১০০ বছর বয়সে মারা গেছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানায়, বুধবার রাতে শারীরিক অসুস্থতাজনিত কারণে পেরুর নিজ বাড়িতেই তিনি মারা গেছেন। হাভিয়ের পেরেজের ছেলে ফ্রান্সিসকো পেরেজ সংবাদমাধ্যমকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

১৯৮২ থেকে ১৯৯১ সাল পর্যন্ত জাতিসংঘ প্রধানের দায়িত্বে ছিলেন পেরেজ। তিনি হাভিয়ার লাতিন আমেরিকা, আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যেসহ বিভিন্ন শান্তিচুক্তিতে মধ্যস্থতা করেছিলেন।

১৯৪৬ সালে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রথম অধিবেশনে দেশের প্রতিনিধি দলেও ছিলেন। শতবর্ষী হাভিয়ের পেরেজের শেষকৃত্য শুক্রবার (৬ মার্চ) করার পরিকল্পনা বয়েছে বলেও জানিয়েছেন ফ্রান্সিসকো পেরেজ।

হাভিয়েরের মৃত্যুতে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস ও পেরুর প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা গভীর শোক জানিয়েছেন। #