জীবনের ৬৫টি বসন্ত পার করলেন ডিম্পল কাপাডিয়া

উন্নয়ন ডেস্ক –

সত্তরের দশকের পর্দা কাঁপানো অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া জীবনের ৬৫টি বসন্ত পার করেছেন। বহু ছবিতে নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নেওয়া এই অভিনেত্রীর ৬৫তম জন্মদিন আজ।

মাত্র ১৬ বছর বয়সে ১৯৭৩ সালে ‘ববি’ সিনেমা দিয়ে বলিউডে অভিষেক করেন ডিম্পল কাপাডিয়া। ঋষি কাপুরের বিপরীতে কাজ করেছিলেন অভিনেত্রী। অভিনয় প্রতিভার কারণেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন।

শুধু অভিনয়ই নয়, তার ব্যক্তিত্ব নজর কেড়েছিলেন সবার। শৈশবকাল থেকেই চলচ্চিত্রাভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন ডিম্পল। তিনি ছিলেন চলচ্চিত্র পাগল। ১৩ বছর বয়সে রাজ কাপুরের নজর কাড়েন ডিম্পল।

ডিম্পল অভিনীত প্রথম সিনেমা ‘ববি’ যেখানে গোয়ার মধ্যবিত্ত খ্রিস্টান বালিকা এবং সম্পদশালী ব্যবসায়ী পরিবারের সন্তান রাজের ভালোবাসার বিরুদ্ধে তাদের পরিবার। সিনেমাটি ব্যাপক আলোড়ন সৃষ্টি করে ও সফলতা পায়। ডিম্পলও তার অভিনয়শৈলীতে মনোযোগ কাড়েন।

ফলশ্রুতিতে ‘অভিমান’ চলচ্চিত্রের নায়িকা জয়া ভাদুরীর সঙ্গে যৌথভাবে ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার লাভ করেন। এ ছাড়া ডিম্পলের আধুনিক চুলের ধরন, ব্লাউজ ভারতের ওই সময়কার তরুণীদের ফ্যাশনে ব্যাপক প্রভাব ফেলে ও পোল্কা ছিটের পোশাকগুলো ববি প্রিন্ট নামে আখ্যায়িত হয়।

প্রথম ছবি ‘ববি’র পরই রাজেশ খান্নাকে বিয়ে করেন ১৬ বছর বয়সী ডিম্পল। বিয়ের পর অভিনয় থেরে সরে যান ডিম্পল কাপাডিয়া। মন দেন সংসারে। পরবর্তীকালে টিনা মুনির সঙ্গে সম্পর্ক নিয়ে ডিম্পলের সঙ্গে রাজেশ খান্নার সম্পর্কে ভাঙনের সূত্রপাত।

পরবর্তীতে ১১ বছর পর আবার ফিরে আসেন সিনেমায়। ‘সাগর’ সিনেমায় কমল হাসান এবং ঋষি কাপুরের সঙ্গে অভিনয় করেন তিনি।

তথ্যসূত্র: টিভি৯