জুনে গ্যাস বিল দেয়া যাবে জরিমানা ছাড়া

নিজস্ব প্রতিবেদক:
ফেব্রুয়ারি থেকে মে মাস পর্যন্ত আবাসিক গ্রাহকদের গ্যাসের বিল বিলম্ব মাশুল ছাড়াই জুন মাসে জমা দেয়া যাবে।

করোনাভাইরাসের কারণে ব্যাংকে জমায়েত এড়াতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছে জ্বালানি বিভাগ সূত্র।

জ্বালানি বিভাগের উপসচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, আবাসিক গ্যাস বিল নির্ধারিত সময়সীমার মধ্যে পরিশোধের জন্য বিপুল সংখ্যক গ্রাহককে বিভিন্ন ব্যাংকে প্রায় একই সময় উপস্থিত হতে হয়।

বিল পরিশোধের জন্য এমন উপস্থিতি করোনাভাইরাস সংক্রমণকে ত্বরান্বিত করতে পারে। এ কারণে ফেব্রুয়ারি থেকে মে মাসের গ্যাস বিল জুন মাসের মধ্যে জমা দেয়া যাবে।

এতে কোনো বিলম্ব মাশুল গুণতে হবে না। এ নির্দেশনা সব বিতরণ কোম্পানির জন্য প্রযোজ্য। #