ডেস্ক: জয়পুরহাটের আক্কেলপুরের যোয়ানা রেলব্রিজ এলাকায় ট্রেনের ধাক্কায় মিজানুর রহমান (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।
সোমবার দুপুরের দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিজানুর আক্কেলপুর উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়ার গ্রামের মৃত ছামির মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রোয়ার গ্রামের কৃষক মিজানুর রহমান সকালে বাড়ি থেকে জাল নিয়ে যোয়ানা নামক রেলব্রিজের পাশে মাছ ধরতে যান। মাছ শিকারের এক পর্যায়ে দুপুরের দিকে রেললাইন পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনের সাথে তার ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার বিষয়টি বাংলাদেশ জার্নালকে নিশ্চিত করেছেন আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান। তিনি বলেন, বিষয়টি যেহেতু রেলওয়ে জিআরপি পুলিশের তাই তারা এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ বিষয়ে আক্কেলপুর রেলস্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।