জুলাই ২৭, ২০২৪

আমাদের সম্পর্কে আরো জানুনঃ

টি-টোয়েন্টি: ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক:

ঢাকা, ১২ মার্চ, ২০২৩ : ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মিরপুর শেরে বাংলা জাতীয় ত্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং বেছে নিয়েছেন স্বাগতিক বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। প্রথম ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। ব্যাটার শামীম হোসেনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ।
একটি পরিবর্তন হয়েছে ইংল্যান্ডের একাদশেও। পেসার মার্ক উডের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন স্পিনার রেহান আহমেদ। এ ম্যাচ দিয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে লেগ-স্পিনার রেহানের।
বাংলাদেশ একাদশ : সাকিব আল হাসান (অধিনায়ক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তৌহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, নাসুম আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
ইংল্যান্ড একাদশ : জশ বাটলার (অধিনায়ক ও উইকেটরক্ষক), ফিল সল্ট, ডেভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, আদিল রশিদ, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, জোফরা আর্চার ও রেহান আহমেদ।

Facebook
Twitter
LinkedIn
Pinterest
Reddit