টেকনাফে মাদক কারবারীদের গুলিতে চার ভাইসহ আহত ৫

উন্নয়ন ডেস্ক –

কক্সবাজারের টেকনাফে সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকায় মাদক কারবারীরা গুলিবর্ষণ করে একই পরিবারের ৪ ভাইসহ পাঁচজনকে গুরুতর আহত করেছে। গতকাল শুক্রবার (৬ মে) বিকালে উপজেলার সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া গ্রামে এই ঘটনা ঘটে। সংঘর্ষে আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

গুলিতে আহত হয়েছেন সাবরাং ইউনিয়নের কাটাবনিয়া এলাকার হাজী মতিউর রহমানের চার ছেলে দিলদার মিয়া প্রকাশ কাদো (৪০), আব্দুল আজিজ (২৮), মো. হাসেম সওঃ (৪৫) প্রবাসী মমতাজ মিয়াসহ (৫০) পাঁচজন। আহতরা বর্তমানে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে উপজেলার সাবরাং কাটাবনিয়া গ্রামের শীর্ষ মাদক কারবারী আব্দুল মুনাফ, তার সহোদর ভাই আঃ হামিদ, আবদুল্লাহ ও আইয়ুবের নেতৃত্বে একদল অস্ত্রধারী জিরো পয়েন্ট থেকে মাদকের চালান খালাস করে সুপারি বাগানে লুকিয়ে রাখে। ইয়াবাগুলো বহন করে অভিযুক্তরা হাজী মতিউর রহমানের বসতবাড়ির সুপারি বাগান দিয়ে যাচ্ছিল। হাজী মতিউরের পরিবারের সদস্যরা ইয়াবা বহনকারীদের বাধা দিলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে গোলাগুলির ঘটনা ঘটে। গুলিবিদ্ধ দিলদার, জিয়াবুল, আব্দুল আজিজ মৃত্যুর পাঞ্জা লড়ছে।
আহত হাসেম জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্ত আব্দুল মুনাফ ও তার ভাইয়েরা মিয়ানমার থেকে মাদকের বড় বড় চালান সাবরাং জিরো পয়েন্টে খালাস করে আমাদের বসতবাড়ির পিছনে রাখতো। শুক্রবার বিকালে বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমাদের উপর চড়াও হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আব্দুল মুনাফের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা ও ক্ষুদে বার্তা পাঠানো হয়। কিন্তু ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

টেকনাফ মডেল থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল আলীমের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ঘটনা সম্পর্কে অবগত হয়েছি। তবে কোনো পক্ষ থেকে এখনো পর্যন্ত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।